অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠানোর আদেশ
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের আনুষ্ঠানিক আদেশ জারি করেছেন যুক্তরাজ্যের একটি আদালত। ইরাক ও আফগানিস্তান যুদ্ধ সম্পর্কে গোপন নথি ফাঁস করে দেওয়ার দায়ে বিচারের মুখোমুখি করতে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের আনুষ্ঠানিক এই আদেশ জারি করা হয়েছে।
বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আদালতের এই সিদ্ধান্ত এখন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের ওপর নির্ভর করছে। যদিও তিনি প্রত্যর্পণের অনুমোদন দিলে অ্যাসাঞ্জের আইনজীবীরা হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।