অ্যানফিল্ডে মানসিকভাবে ভেঙে পড়েছিল বার্সোলোনা, স্বীকার করলেন কোচ
মানসিকভাবে ভেঙে পড়ায় গত বছর চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে লিভারপুলের মাঠে হেরে গিয়েছিল বার্সেলোনা, এর নেতিবাচক প্রভাব পড়েছিল কোপা দেল রের ফাইনালেও- এমনটিই মনে করেন এরনেস্তো ভালভেরদে। লিভারপুলকে হারাতে পারলে কোপায় ভালেন্সিয়ার বিপক্ষেও বার্সেলোনা জয় পেত, বিশ্বাস দলটির কোচের
বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারে ৫৫ বছর বয়সী ভালভেরদে স্বীকার করেন, ২০১৭-১৮ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের দ্বিতীয় লেগে রোমার কাছে হেরে যাওয়ার নেতিবাচক প্রভাব দলকে আক্রান্ত করেছিল অ্যানফিল্ডে।
“লিভারপুলের আগ পর্যন্ত আমরা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত সময় পার করছিলাম। অ্যানফিল্ডে আমাদের সুযোগ ছিল। কিন্তু তারা দ্রুত গোল করল এবং মানসিকভাবে আমরা দুশ্চিন্তায় পড়লাম যে, রোমে যা ঘটেছিল আবারও তা ঘটতে পারে।”
“দুর্বলতার সেই মুহূর্তের খেসারত আমরা দিয়েছি। এটা ছিল বছরের অন্যতম কঠিনতম মুহূর্ত।”
“আমাদের স্বীকার করতেই হবে, লিভারপুলে আমরা যে ধাক্কা খেয়েছিলাম তার কারণে (কোপা দেল রের) ফাইনালে (ভালেন্সিয়ার বিপক্ষে) আমাদের মনোবল নিচে নেমে গিয়েছিল। লিভারপুলের বিপক্ষে জিততে পারলে কোপা দেল রের ফাইনালেও আমরা জিততাম।”
রোমার বিপক্ষে ঘরের মাঠে ৪-১ গোলে জিতেছিল বার্সেলোনা। পরে রোমে ৩-০ গোলে হেরে ছিটকে যায় টুর্নমেন্ট থেকে। পরের মৌসুমে লিভারপুলের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ গোলে জেতা বার্সেলোনা অ্যানফিল্ডে হেরে যায় ৪-০ গোলে।
২০১৯/২০ মৌসুমের শুরু ও নতুন বছরে দলের লক্ষ্য নিয়েও কথা বলেন ভালভেরদে।
“আমারা (মৌসুমের) শুরুটা ভালোভাবে করতে পারিনি, তবে ধীরে ধীরে আমরা উন্নতি করছি। আমরা (লা লিগায়) তালিকার শীর্ষে আছি তবে, এখনো অনেক পথ বাকি।”
“বছরটা অন্য যে কোনো বছরের চেয়ে আঁটসাঁট। আরও কঠিন হয়ে পড়েছে ম্যাচ জেতা।”
“আসছে বছর, গুরুত্বপূর্ণ সময়গুলোতে আমাদের আরও সজাগ থাকতে হবে। বিশেষ করে কয়েক মিনিটের মধ্যে দুই গোল হজমের ব্যাপারে সতর্ক থাকতে হবে। (২০২০ সালে) আমাদের লক্ষ্য প্রতিটা ম্যাচ জেতা।”