January 23, 2025
আঞ্চলিক

অহিংস দিবস উপলক্ষে সুজনের খালিশপুরে মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি

গতকাল শনিবার বেলা ১১টায় হাঙ্গারপ্রজেক্টের উদ্যোগে সুশাসনের জন্য

নাগরিক সুজনের সহযোগিতায় অহিংস দিবস উপলক্ষে খালিশপুর পাওয়ার

হাউজ গেটের সামনে বিআইডিসি সড়কে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

সুজন মহানগর কমিটির সভাপতি ভাষাসৈনিক আলহাজ্ব লোকমান হাকিমের

সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন পেইভ-এর এ্যাম্বাসেডর শরিফ শফিকুর

হামিদ চন্দন, নিজাম উর রহমান লালু, সুজন খালিশপুর থানা কমিটির সভাপতি

ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসনে বাবলু, সম্পাদক খলিলুর রহমান সুমন, আমরা

খুলনাবাসির মাহাবুবুর রহমান খোকন, শেখ আইনুল হক, আসিফ ইকবাল,

খন্দকার খলিলুর রহমান, শফিকুল ইসলাম অভি, মাহবুবুল হক, ইলা রহমান পারুল,

জাহিদুল ইসলাম বাদশা, এম রুহুল আমিন, রুহুল কুদ্দুস,কারী মিজানুর রহমান,

হাসিনা বেগম প্রমূখ। বক্তৃরা বলেন, সহিংসতা কখন মঙ্গল বয়ে আনে না। দেশ,

জাতি, সমাজ ও রাষ্ট্রকে পতনের দিকে নিয়ে যায়। এ থেকে রক্ষা পেতে হলে মিলে

মিশে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহবান জানানো হয়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *