অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি পরিবহন করায় দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড
খুলনায় র্যাবের ভ্রাম্যমান আদালত
দ. প্রতিবেদক
খুলনায় অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে চিংড়ি পরিবহন করায় দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার অর্থদণ্ড প্রদান করেছেন র্যাব-৬ এর ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার রাতে আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ফুলতলা থানাধীন জামিরা বাজার এলাকার মীর মোহাম্মাদ মোল্লার ছেলে মোঃ জিয়াউর রহমান (৪২) ও একই এলাকার মৃত বাবর আলী সরদার এর ছেলে মোঃ বিল্লাল হোসেন (৪৫)।
র্যাব-৬ সূত্র জানায়, র্যাবের একটি আভিযানিক দল এবং খুলনার মৎস পরিদর্শন ও মান নিয়ন্ত্রন অফিসারের নেতৃত্বে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজারের উৎস হোমিও ফার্মেসীর সামনে ভ্রাম্যমান মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে চিংড়ি পরিবহন করায় দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেন। এসময় মোঃ জিয়াউর রহমানকে ২৫ হাজার টাকা ও মোঃ বিল্লাল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ