অস্বচ্ছল শিক্ষার্থীদের খুবি শিক্ষক সমিতির আর্থিক সহায়তা প্রদান
খবর বিজ্ঞপ্তি
করোনাভাইরাসের বর্তমান মহামারী পরিস্থিতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিনের প্রতিটি ডিসিপ্লিন থেকে ৩ জন করে মোট ৮৭ জন অস্বচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে আড়াই হাজার টাকা করে মোট ২,১৭,৫০০ টাকা বিকাশের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। প্রত্যেক ডিসিপ্লিন প্রধানের মাধ্যমে সংশ্লিষ্ট ডিসিপ্লিন থেকে ৩ জন করে অস্বচ্ছল শিক্ষার্থী মনোনীত করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ৩৮ জন অস্বচ্ছল কর্মচারীর মধ্যে প্রত্যেককে পাঁচশত টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।