অস্ট্রেলিয়ায় দাবানল: ক্যানবেরায় জরুরি অবস্থা
দাবানল ক্যানবেরার দক্ষিণাঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর অস্ট্রেলিয়ার রাজধানী অঞ্চল কর্তৃপক্ষ এসিটি শহরটি ও এর আশপাশের এলাকায় জরুরি অবস্থা জারি করেছে।
আগুনের এবারের হুমকিকে গত দুই দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক বলে কর্মকর্তারা অভিহিত করেছেন।
দাবানলের মূল অগ্নিকাণ্ডটি এরই মধ্যে ক্যানবেরার দক্ষিণাঞ্চলের ১৮ হাজার ৫০০ হেক্টরের বেশি জমি পুড়িয়েছে বলে বিবিসি জানিয়েছে।
কর্তৃপক্ষ রাজধানীর উপকণ্ঠের বাসিন্দাদের যেকোনো সময় নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছে।
“২০০৩ সালের ভয়াবহ আগুনের পর এসিটি এখন দাবানলের সবচেয়ে ভয়াবহ হুমকির মুখে। এই মুহুর্তে আঞ্চলিক সরকারের কাছে দাবানল হুমকির তুলনায় আর কোনো কিছুই অগ্রাধিকার পাচ্ছে না,” শুক্রবার সাংবাদিকদের বলেছেন রাজধানী ও এর আশপাশের এলাকা নিয়ে গঠিত আঞ্চলিক সরকারের মুখ্যমন্ত্রী অ্যান্ড্রু বার।
সিডনি ও মেলবোর্নের মাঝে অবস্থিত অঞ্চলটির বাসিন্দা প্রায় চার লাখ। ২০০৩ সালের ক্যানবেরার উপকণ্ঠে দাবানল ৪ জনের প্রাণ কেড়ে নিয়েছিল; আহত হয়েছিলেন ৫০০-র মতো, পুড়ে গিয়েছিল ৪৭০টি বাড়ি।
শুক্রবারের আবহাওয়া পরিস্থিতিও ১৭ বছর আগের দিনগুলোর মতোই, বলছে কর্তৃপক্ষ।
“তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠলে এবং তীব্র বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে,” সতর্ক করেছেন বার।
ক্যানবেরা ‘যতক্ষণ ঝুঁকিতে থাকবে’ ততক্ষণ জরুরি অবস্থা জারি থাকবে বলেও জানিয়েছেন তিনি।
জরুরি অবস্থা ঘোষণার কারণে দমকল কর্তৃপক্ষ অতিরিক্ত ক্ষমতা ও সম্পদ ব্যবহারের সুযোগ পায়।
সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়াজুড়ে হওয়া দাবনলে এরই মধ্যে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
আগুনে এক কোটি ১০ লাখ হেক্টরের বেশি জমি পুড়েছে; ধ্বংস হয়েছে হাজারও বাড়িঘর।