January 21, 2025
খেলাধুলা

অস্ট্রেলিয়ার দাবানল: ওয়ার্নের ক্যাপের দাম উঠলো ৫ লাখ

ভয়াবহ দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়া। বিশেষ করে দেশটির নিউ সাউথ ওয়েলসের অবস্থা বেশ নাজুক। বিজ্ঞানীরা দাবি করেছেন, দাবানলে এখন পর্যন্ত প্রায় একশ কোটি (এক বিলিয়ন) প্রাণীর মৃত্যু হয়েছে। শুধু প্রাণীমৃত্যু নয়, দাবানলে মারা গেছেন ২০ জনের বেশি মানুষ। আর এতে ২৫ মিলিয়ন একর বনাঞ্চল পুড়ে গেছে। এমন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অনেক সেলিব্রেটিরা। এগিয়ে এলেন দেশটির কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নও।

দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে নিজের ব্যাগি গ্রিন ক্যাপটা আগেই বিক্রির উদ্যোগ নেন ওয়ার্ন। যেখানে অজি ক্রিকেটারদের কাছে টেস্টে ক্রিকেটের এই ক্যাপটা খুবই মূল্যবান। নিলামে তোলা ক্যাপটি ইতোমধ্যে ৫ লাখ অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশ টাকায় ২ কোটি ৯২ লাখের বেশি) মূল্য উঠেছে। যদিও নিলামের সময় রয়েছে আরও দু’দিন।

জানা গেছে, ওয়ার্নের পাশাপাশি দেশটির আরেক কিংবদন্তি পেসার জেফ টমসনও তার ব্যাগি গ্রিন ক্যাপ নিলামে তুলেছেন।

এদিকে ব্যাগি গ্রিন ক্যাপ নিলামে তুলে ওয়ার্নই এখন পর্যন্ত সবচেয়ে বেশি দাম পেয়েছেন। এর আগে ২০০৩ সালে লিজেন্ড ডন ব্র্যাডম্যানের ক্যাপ নিলামে তোলা হলে ৪ লাখ ২৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার উঠে আসে।

৫০ বছর বয়সী ওয়ার্ন টেস্টে ৭০৮ উইকেট নিয়ে অজিদের সবচেয়ে সফল বোলার হিসেবে জায়গা করে নিয়েছেন। এছাড়া টেস্ট ইতিহাসে সবচেয়ে সেরা লেগস্পিনার হিসেবেও তাকে মানা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *