অসুস্থ হেফাজত আমির শফীকে নেওয়া হয়েছে ঢাকায়
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির শাহ আহমদ শফীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হয়েছে
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয় বলে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী জানান।
তিনি বলেন, “বড় হুজুরকে ঢাকার গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হবে।
বদহজম ও দুর্বলতা নিয়ে গত শনিবার চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর হাসপাতালে ভর্তি হয়েছিলেন আহমদ শফী।
তার ছেলে আনাস মাদানি এবং ব্যক্তিগত সহকারী মোহাম্মদ শফী তার সঙ্গে ঢাকায় গেছেন বলে আজিজুল হক জানান।
হাটহাজারীর কওমি মাদ্রাসা দারুল উলূম মুঈনুল ইসলামের মহাপরিচালক শফী তার ঘরানার মানুষের কাছে যেমন শ্রদ্ধেয়, তেমনি নারীবিরোধী ও মুক্তমতের পরিপন্থি নানা বক্তব্যের কারণে অন্য মহলে বিতর্কিত।
৯৫ বছরের বেশি বয়সী শফী এর আগেও বিভিন্ন সময়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।