অসুস্থ ইউপি চেয়ারম্যানের পাশে শেখ হারুনুর রশীদ
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আ’লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলীয় হুইপ শেখ হারুনুর রশীদ গতকাল সন্ধ্যায় দাকোপেরে বানিয়াশান্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসুস্থ সুদেব রায়কে দেখতে শহীদ শেখ আবু নাসের হাসপাতালে যান। তিনি অসুস্থ সুদেব রায়ের শয্যা পাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তার শাররীক খোঁজ-খবর নেন। এসময় তিনি হাসপাতালের পরিচালক ডাঃ বিধান চন্দ্র গোস্বামী’র সাথে সুদেব রায়ের উন্নত চিকিৎসার জন্য পরামর্শ করেন।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান’র সাথে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা জেলা শাখার সভাপতি এসএম ফরিদ রানা, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান সোহাগ, দাকোপ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি খাদিজা আক্তার, জেলা ছাত্রলীগ নেতা দ্বিপ পান্ডে বিশ্ব, আল-আমিন শেখ, সাবেক ছাত্রলীগ নেতা বিএম আব্দুল হাই।