December 22, 2024
আঞ্চলিক

অসুস্থ আ’লীগ নেতা মাসুদের পাশে প্রধানমন্ত্রী, ২৫ লাখ টাকা অনুদান

দ: প্রতিবেদক

ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রবীণ আওয়ামী লীগ অধ্যক্ষ নূর উদ্দিন আল মাসুদ এর চিকিৎসার জন্য ২৫ লাখ টাকা অনুদান প্রদান করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাকে এ অনুদানের চেক তুলে দেওয়া হয়।

অধ্যক্ষ নূর উদ্দিন আল মাসুদ ২০০২ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে অপারেশন ক্লীন হার্টের সময় যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হন। এ সময় যৌথ বাহিনীর চরম নির্যাতনের শিকার হন তিনি। এক পর্যায়ে তার দু’টি কিডনি অকেজো হয়ে পড়ে। অন্য দিকে পায়ে গ্যাংগ্রিন দেখা দেয়। বর্তমানে সপ্তাহে তার দুই দিন কিডনি ডায়লোসিস করতে হয়। আর গ্যাংগ্রিনের জন্য একটি পায়ের হাঁটুর নিজ থেকে কেটে ফেলা হয়েছে। তিনি বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় খুলনার বয়রাস্থ বাসায় মানবেতর জীবনযাপন করছেন।

গত মে মাসে হঠাৎ করে তার অসহায়ত্বের কথা প্রকাশ্যে আসে। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে তিনি দিনে দিনে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছিলেন। এরই মধ্যে গত ১৯ মে খুলনার ইউনাইটেড ক্লাবে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় হুইল চেয়ারে করে উপস্থিত হন। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে তিনি ‘জীবন সায়াহ্নে বঙ্গবন্ধুর আদর্শের উপর ভিত্তি করে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ ও অধিকতর শক্তিশালী করার জন্য আকুলতা ব্যক্ত করেন।’

পরে তার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করে অনেক নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। এরপরই প্রধানমন্ত্রীর চাচাতো ভাই ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি’র প্রচেষ্টায় গতকাল সোমবার তিনি আর্থিক সহায়তা পেয়েছেন।

এদিকে তাকে আর্থিক সহায়তা প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ হেলাল উদ্দিন এমপির প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আর যেসব নেতৃবৃন্দ দলীয় অসহায় নেতার পাশে দাঁড়িয়ে শক্তি সাহস যুগিয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *