অসুস্থ্য নেতৃবৃন্দের জন্য আ’লীগের দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি শেখ হায়দার আলী, বাগেরহাট জেলা আওয়ামী লীগ সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেন এমপি, মল্লিক আবিদ হোসেন কবীরের স্ত্রী নূরুন নাহার বেগম, শেখ শাহাজালাল হোসেন সুজনের মা, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চৌধুরী মিনহাজ উজ জামান সজলের মায়ের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। এ সময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোল্লা জালাল উদ্দিন, কাজী এনায়েত হোসেন, মল্লিক আবিদ হোসেন কবীর, বিএমএ সালাম, এ্যাড. রজব আলী সরদার, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, নুর ইসলাম বন্দ, শেখ মো. ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ কামাল, কামরুজ্জামান জামাল, শ্যামল সিংহ রায়, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, এ্যাড. ফরিদ আহমেদ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, ফেরদৌস আলম চান ফারাজী, এ্যাড. খন্দকার মজিবর রহমান, এ্যাড. অলোকা নন্দা দাস, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, কাজী শামীম আহসান, জাহাঙ্গীর হোসেন খান, মোকলেসুর রহমান বাবলু, অধ্যা. মিজানুর রহমান, এ্যাড. শাহ আলম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, মো. শাহাজাদা, শেখ মোশাররফ হোসেন, এ্যাড. তারিক হাসান মিন্টু, অসিত বরণ বিশ্বাস, মানিকুজ্জামান অশোক, সফিকুর রহমান পলাশ, শেখ মো. আবু হানিফ, শেখ শাহাজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল, মো. ইমরান হোসেন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।