অসামাজিক কার্যকলাপের দায়ে হোটেল আর্কেডিয়া সীলগালা, ৬ জনকে কারাদণ্ড
দ. প্রতিবেদক
খুলনায় অসামাজিক কার্যকলাপের দায়ে হোটেল আর্কেডিয়া (আবাসিক) কে সীলগালা করেছে খুলনা জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় ঐ হোটেলটিতে অবস্থানরত যৌনকর্মী, কাস্টমার ও স্টাফসহ ৬ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ শুক্রবার বিকাল সাড়ে ৫টায় অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া।
তিনি জানান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এর নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী’র তত্ত্বাবধানে শুক্রবার বিকেলে হোটেল আর্কেডিয়া (আবাসিক) হোটেলে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ঐ হোটেলটিতে অবস্থানরত যৌনকর্মী, কাস্টমার ও স্টাফসহ মোট ০৬ জনকে আটক করা হয়। আটককৃতদের নির্দিষ্ট আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। হোটেলটি আগামী ৩১ ডিসেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত বন্ধ করে সিলগালা করা হয়।
অভিযান পরিচালনায় সহায়তা করেন খুলনা সদর থানা পুলিশ। সামাজিক মূল্যবোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ