May 16, 2025
জাতীয়

অসাবধানী ট্রেনযাত্রীর প্রাণ গেল সিগন্যালের খুঁটির রডে

দক্ষিণাঞ্চল ডেস্ক

গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনে সিগন্যাল খুঁটির রডে বিঁধে আগবধানী এক ট্রেনযাত্রীর মৃত্যু হয়েছে। নিহত নূর আমিন (২৫) জামালপুর জেলার ইসলামপুর থানার কড়ইতলা এলাকার একাব্বর মিয়ার ছেলে। তিনি বরিশাল জেলায় দিনমজুরের কাজ করতেন।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল মান্নান বলেন, নূর বরিশাল থেকে ঢাকার আসেন। পরে রবিবার সকালে ঢাকা থেকে জামালপুরের দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে করে বাড়ি যাচ্ছিলেন। তিনি ট্রেনের দরজায় ছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে ট্রেন ধীরাশ্রম স্টেশনে পৌঁছালে নূর দরজার হাতল ধরে বাইরের দিকে উঁকি দেন। এ সময় হোম সিগন্যালের একটি খুঁটির সঙ্গে থাকা রড নূরের বুকে গেঁথে যায় এবং তিনি সেখানে আটকে গিয়ে ট্রেন থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান এসআই।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *