অসহায় কৃষকের ফোন পেয়ে ধান কেটে দিলো ছাত্রলীগ
দ. প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর সারাদেশে বাংলাদেশ ছাত্রলীগ স্বেচ্ছায় কৃষকের পাশে বিনা পারিশ্রমিকে ধান কাটার উদ্যোগ গ্রহণ করে। তার ধারাবাহিকতায় খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ এবং জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামালের সার্বিক তত্ত্বাবধায়নে জেলা ছাত্রলীগ নেতা দ্বীপ পান্ডে বিশ্ব ও জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক চিশতী নাজমুল বাশারের নেতৃত্বে ধান কেটে ও মাড়াই করে দেন নেতাকর্মীরা।
এসময় তাদের সহযোগী হিসেবে ছিলেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা হৃদ আহলান হাবীব। এসময় তারা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে জরুরি যেকোনো প্রয়োজনে কৃষকের পাশে থাকার আশ্বাস দেন।
তাদের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা আসাদুল ইসলাম ইমন, মোঃ আজম হোসাইন, জাহিদ হাসান রানা, সজিব পান্ডে, বাধন মিরাজুল, সাদমান খান সুপ্ত, দেবা দাস, বি এম লিপুসহ স্থানীয় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।