অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে মানবিক যুবনেতা শেখ সুজন
দ. প্রতিবেদক
খুলনায় অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক, মানবিক যুবনেতা শেখ শাহাজালাল হোসেন সুজন। এবার তিনি খুলনা-৩ আসনের অন্তর্গত খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানার মাধ্যমিক পর্যায়ের ২ হাজার ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা-কলম বিতরণ করেছেন।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপির নির্দেশনায় শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন তিনি। গত দু-তিন দিন ধরে শেখ সুজনের প্রতিনিধিরা বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী হিসেবে এসব উপকরণ পৌঁছে দেন।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেখ শাহাজালাল হোসেন সুজন দক্ষিণাঞ্চল প্রতিদিনকে বলেন, পুরো বিশ্বের সাথে সাথে বাংলাদেশেও প্রদুর্ভাব ঘটেছে করোনা (কোভিড-১৯) ভাইরাসের। করোনা ভাইরাস সংক্রমনে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় স্থবির হয়ে পড়েছে আমাদের স্বাভাবিক জন-জীবন। কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে প্রায় সব শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখায় দেশের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম স্বাভাবিক গতিশীলতা হারালেও সরকারের ব্যতিক্রমধর্মী উদ্যোগ যেমন অনলাইন ক্লাস, জাতীয় সংসদ টিভিতে বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষকগণের দ্বারা পাঠদান প্রক্রিয়া চলমান রাখার কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
তিনি আরও বলেন, আগামীর স্বনির্ভর বাংলাদেশ এবং তথ্য-প্রযুক্তির উৎকর্ষতার শিখরে আরোহনে আজকের এই কোমলমতি ছাত্র-ছাত্রীরাই আমাদের নেতৃত্ব দেবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমারাই হবে দেশ গড়ার কারিগর। শিক্ষা ব্যবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনার নানা ধরনের কার্যকরী পরিকল্পনাকে সফল করতে তোমাদের হাতে উপহার হিসেবে সামান্য শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মূল লক্ষ্যই হলো এই লকডাউনেও তোমাদের শিক্ষা-পিপাসু মনকে পড়াশোনার প্রতি উৎসাহিত করা। তোমাদেরকে পড়াশোনার প্রতি আগ্রহী করার এই প্রচেষ্টা অব্যাহত রাখতে আমি বদ্ধ-পরিকর কারণ শিক্ষাই পূরণ করতে পারে বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’র স্বপ্ন।