অসহায় ও দুঃস্থদের মাঝে কেএমপির শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
গতকাল বৃহস্পতিবার বয়রাস্থ খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সকাল ১০টায় পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) সরদার রকিবুল ইসলাম এর সভাপতিত্বে এ র্কাযক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (সদর) এসএম ফজলুর রহমান, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোঃ জাফর হোসেন, কেএমপি’র সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, জোনাল সহকারী পুলিশ কমিশনারগণ এবং উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অসহায় ও দুঃস্থদের মাঝে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এক হাজার কম্বল বিতরণ করা হয়।