অসহায়দের নৌবাহিনীর ত্রাণ বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত
খবর বিজ্ঞপ্তি
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে আসছে নৌবাহিনী। গতকাল বুধবার কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত¡াবধানে নৌ ঘাঁটি তিতুমীর কর্তৃক সোনাডাঙ্গা ও আশেপাশের এলাকায় ১৫০টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, জরুরী প্রয়োজনে বাড়ীর বাহিরে অবস্থানের ক্ষেত্রে মুখে মাস্ক পরিধানের জন্য পরামর্শ প্রদান হয়।
অপরদিকে উপকূলীয় অঞ্চলে মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্টগুলো বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম ও স্থানীয় প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। বরগুনা জেলার বামনা উপজেলার বিভিন্ন স্থানে ১৩০টি সচেতনতামূলক লিফলেট বিতরণ করে এবং অনুমোদিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান ব্যতিত সরকারের নির্দেশনা অনুযায়ী অন্য সকল প্রকার দোকান বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে। নৌ কন্টিনজেন্ট মংলা সামাজিক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় টহল কার্য পরিচালনা করে এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। নৌ ঘাঁটি সোলাম কর্তৃক লবণচরা এলাকায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এছাড়া নৌ ঘাঁটি মংলা দিগরাজ বাজার, মংলা ফেরিঘাট এবং আশেপাশের এলাকায় টহল পরিচালনার পাশাপাশি দিগরাজ বাজার এলাকায় জীবাণুনাশক স্প্রে ছিটানোসহ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি নৌবাহিনী নিজস্ব তহবিল হতে সাধারণ হতদরিদ্রের সহায়তার পাশাপাশি নৌবাহিনীতে কর্মরত অসামরিক দরিদ্র সদস্যদেরও সহায়তা প্রদান করে আসছে।