January 21, 2025
বিনোদন জগৎ

অসহায়দের দান করে নিজেই আর্থিক সংকটে প্রকাশ রাজ!

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস অনেক নতুন নতুন ঘটনার জন্ম দিয়েছে। ভাইরাসটি যেভাবে তাণ্ডব চালাচ্ছে দেশে দেশে, তেমনি কিছু মহৎ হৃদয়ের মানুষও চিনিয়ে দিয়ে যাচ্ছে।

করোনার কারণে ভারতে চলছে লকডাউন। এমন পরিস্থিতিতে নানা পেশার মানুষ পাশে দাঁড়িয়েছে দিনমজুর ও অসহায়দের। নানাভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দেশটির শোবিজ তারকারও। সে তালিকায় নাম রয়েছে দক্ষিণের শক্তিমান অভিনেতা প্রকাশ রাজের।

লকডাউন শুরু থেকেই প্রকাশ রাজ নিজস্ব অর্থায়নে সাহায্য করে আসছেন অসহায়দের। নিজের ফাউন্ডেশনের মাধ্যমে ইতিমধ্যেই তিনি প্রচুর দান করেছেন বলেও খবর রয়েছে। কিন্তু অন্যদের উপকার করতে গিয়ে এই অভিনেতা নিজেই নাকি নিঃস্ব হওয়ার পথে!

সম্প্রতি ভারতীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে প্রকাশ রাজ নিজেই বিষয়টি জানিয়েছেন। এনিয়ে এক টুইটে তিনি লেখেন, আমার আর্থিক যোগান কমে আসছে। সামনের দিনগুলোতে কীভাবে সবার পাশে থাকবো তা জানা নেই। শুটিং শুরু না হলে আয়ও করতে আর পারবো না। তবে যতক্ষণ অর্থ আছে, ততক্ষণ পর্যন্ত সবার পাশে আছি।

এছাড়া একসঙ্গে লড়াই করে সবাই মিলে এমন দুর্দিন ঠিকই পার করতে পারবেন বলে আশা ব্যক্ত করেন এই জনপ্রিয় অভিনেতা।

করোনা ভাইরাস প্রতিরোধ করতে আগামী ৩ মে পর্যন্ত ভারতে লগডাউন রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সেখানে ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬০১ জনে। মোট মৃতের সংখ্যা ৫৭৮ জন। সুস্থ হয়ে হয়েছেন ৩ হাজার ২৫২ জন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *