অসহায় কৃষকের ধান কেটে দিলেন নগর যুবলীগের আহ্বায়ক পলাশ
জয়নাল ফরাজী : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে এবার অসহায় কৃষকের পাশে এসে দাঁড়িয়েছেন খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি সফিকুর রহমান পলাশ।
আজ বৃহস্পতিবার সকালে মহানগরীর দৌলতপুরের দেয়ানা বাইপাস এলাকায় এক ঝাঁক নেতাকর্মী নিয়ে কৃষকদের তিন বিঘা জমির ধান কেটে দেন তিনি। এরপর ধানগুলো কৃষকদের বাড়িতে পৌঁছে দেন। তার এমন ব্যতিক্রমধর্মী কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন অনেকে। একই সাথে যুবলীগ নেতা পলাশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কৃষকরা।
জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে দৌলতপুর থানা যুবলীগ ও বিএল কলেজ ছাত্রলীগের উদ্যোগে অসহায় কৃষকদের ধান কাটার আয়োজন করা হয়। নেতাকর্মীদের নিয়ে ধান কেটে ঘরে তুলে দেন যুবলীগ নেতা সফিকুর রহমান পলাশ। এসময় সংশ্লিষ্ট কৃষকরা প্রধানমন্ত্রীর আহ্বানকে সাধুবাদ জানান এবং নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ধান কাটার সময় আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, নগর যুবলীগের সদস্য মহিদুল ইসলাম মিলন, মেহেদী হাসান মোড়ল, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রাসেল, নগর ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান বাবু, শেখ সাইফুল ইসলাম মানিক প্রমুখ।
এ বিষয়ে নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ দক্ষিণাঞ্চল প্রতিদিনকে বলেন, ‘খুলনায় ধান পাকা শুরু হয়েছে। পুরোপুরি পাকতে আরও কয়েকদিন লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেটা শিরোধার্য। তার নির্দেশনা মেনে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের অসহায় কৃষকদের পাশে দাঁড়ানো উচিত।’
তিনি আরও বলেন, ‘আমরা মনে করি এই বৈশ্বিক দুর্যোগ একসময় থেমে যাবে কিন্তু তার ভয়াবহতা থেকে যাবে। মানবসেবার জন্য যে রাজনীতি, তা অব্যাহত রাখতে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। তিনি আশা প্রকাশ করেন, মানবিক নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে।’
এদিকে যুবলীগের আহ্বায়ক পলাশের এমন উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। একই সাথে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের এমন কাজ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অসিত বরন বিশ্বাস ফেসবুকে লেখেন, ‘ সফিকুর রহমান পলাশ ও আসাদুজ্জামান রাসেলের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগ মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে অসহায় কৃষকদের ধান কেটে সহযোগিতা করছেন। ধন্যবাদ খুলনা মহানগর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের।’
নগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা হাফেজ মো. শামীম লেখেন,’ এগিয়ে যাও মানুষের সেবায় যুবলীগ ও ছাত্রলীগ।’
প্রগতি সমবায় সমিতির চেয়ারম্যান তাপস দেবনাথ লেখেন, ‘ভালো উদ্যোগ। এই উদ্যোগ যেন লোক দেখানো না হয়। সংশ্লিষ্ট সকলের জন্য শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা রইলো।’