December 22, 2024
জাতীয়

অশ্লীল ভিডিও: জিজ্ঞাসাবাদে ‘ভাদাইমা’ গ্রুপের ৩ সদস্য

দক্ষিণাঞ্চল ডেস্ক
অনলাইনে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ইউটিউবে ‘ভাদাইমা’ গ্র“পের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিট।
গতকাল সোমবার বিকেলে রাজধানীর বিজয়নগর থেকে তাদের আটক করে সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন কার্যালয়ে আনা হয়। বিষয়টি জানিয়েছেন ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের উপকমিশনার নাজমুল ইসলাম।
নাজমুল ইসলাম জানান, ‘ভাদাইমা’ চরিত্রের অভিনেতা, ইউটিউব চ্যানেলের মালিক ও অ্যাডমিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এর আগে অনলাইনে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে নবাগত অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা ও ইউটিউবার সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে মুচলেকায় তাদের ছেড়ে দেয় পুলিশ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *