‘অল ইজ ওয়েল’, ইরানের হামলার পর ট্রাম্পের টুইট
ইরাকে মার্কিন বাহিনীর ব্যবহার করা দুটি সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘণ্টা দুয়েক পর এক টুইটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, “অল ইজ ওয়েল”।
“অল ইজ ওয়েল! ইরাকে অবস্থিত দুটি সামরিক ঘাঁটিতে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এখন হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। এ পর্যন্ত যা হয়েছে খুব ভালো হযেছে! বিশ্বের যে কোনো জায়গায় আমাদের সবচেয়ে শক্তিশালী ও সুসজ্জিত সামরিক বাহিনী আছে! আগামীকাল (বুধবার) সকালে আমি একটি বিবৃতি দিতে যাচ্ছি,” টুইটে প্রেসিডেন্ট ট্রাম্প এমনটি বলেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে ইরান জানায়, তাদের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেমানিকে হত্যার প্রতিশোধ নিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা।
বিবৃতিতে আরও মৃত্যু এড়াতে যুক্তরাষ্ট্রকে ওই অঞ্চল থেকে সব সেনা প্রত্যাহার করতে বলা হয়েছে।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের বিষয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেনি।
এক বিবৃতিতে পেন্টগনের মুখপাত্র জোনাথন হফম্যান বলেছেন, “হামলার প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছি আমরা।”
ইরাকে যুক্তরাষ্ট্রের আল আসাদ বিমান ঘাঁটি ও ইরবিলে অপর একটি ঘাঁটিতে হামলা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছেন তিনি।