অলোক দে’র ২০তম মৃত্যুবার্ষিকী পালন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ছাত্র মৈত্রীর খুলনা মহানগরের সাবেক সভাপতি অলোক কুমার দে’র গত মঙ্গলবার ২০তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয়। নগরীর মহেশ্বরপাশায় অলোক স্মৃতি সংসদের উদ্যোগে এদিন অলোক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য প্রদান করে শ্রদ্ধা নিবেদন করেনÑওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ, অলোক স্মৃতি সংসদ, দৌলতপুর কলাকেন্দ্র, ছাত্র মৈত্রীসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। শ্রদ্ধা জ্ঞাপন শেষে অলোক স্মৃতি পরিষদের উদ্যোগে মহেশ্বরপাশা কার্যালয়ে সন্ধ্যা ৭টায় সংগঠনের সভাপতি অজয় কুমার দে’র সভাপতিত্বে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. মিনা মিজানুর রহমান। বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক শাহিন জামান পনের সঞ্চালনায় স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক নাসির আহমেদ, কমরেড মোঃ সোহেল, নওশাদুজ্জামান পল্টু, এম নূরুল ইসলাম, মোঃ মিলন, বাকের আহমেদ, দৌলতপুর সাংস্কৃতিক জোটের সভাপতি তিলক কুমার গোস্বামী, ছাত্র মৈত্রী বিএল কলেজ শাখার সাধারণ সম্পাদক বিকাশ মন্ডল প্রমুখ।