November 26, 2024
খেলাধুলা

অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষে স্টোকস, ব্যাটিংয়ে তৃতীয়

জলবায়ুর পালাবদলে ইংল্যান্ডে এখন গ্রীষ্মকাল। তবে দেশটির জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার বেন স্টোকসের জন্য এটি নিশ্চিতভাবেই ভরা বসন্ত। নিজের ব্যাটিং-বোলিং দিয়ে দেশকে জেতানোর পাশাপাশি পেয়েছেন আইসিসিরও স্বীকৃতি। ক্যারিয়ারে প্রথমবারের মতো উঠে গেছেন অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষে।

ম্যানচেস্টার টেস্টের প্রথম ইনিংসে ১৭৬ রানের পারফেক্ট টেস্ট ইনিংস খেলার পর, দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে সমোয়পযোগী ৫৭ বলে ৭৮ রানের ইনিংস। এছাড়া বল হাতে দুই ইনিংসে দুইটি গুরুত্বপূর্ণ ব্রেকথ্রুসহ শিকার করেন তিনটি উইকেট। পেয়ে যান ম্যাচসেরার পুরস্কার।

শুধু এক ম্যাচসেরার পুরস্কার আসলে যথেষ্ঠ ছিল না চলতি বছরে স্টোকসের পারফরম্যান্স যথাযথ মূল্যায়নের জন্য। তাই এবার আইসিসির কাছ থেকেও পেলেন বড় সম্মান। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডারকে নিচে নামিয়ে টেস্ট অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে গেছেন স্টোকস। ২০০৬ সালে অ্যান্ড্রু ফ্লিনটফের পর এই প্রথম কোন ইংলিশ খেলোয়াড় অলরাউন্ডার র‍্যাংকিংয়ের মুকুট পরিধান করল।

ম্যানচেস্টার টেস্ট শুরুর আগে ৪৩১ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন স্টোকস। তার চেয়ে ৫৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ছিলেন জেসন হোল্ডার। ম্যানচেস্টারে ভালো করার সুবাদে স্টোকস পেয়েছে ৬৬ রেটিং, অন্যদিকে হোল্ডারের কমেছে ২৬ পয়েন্ট। ফলে ৪৯৭ রেটিং নিয়ে শীর্ষে উঠেছেন স্টোকস, দুইয়ে থাকা হোল্ডারের রেটিং এখন ৪৫৯।

হোল্ডারের অধঃপতন হয়েছে বোলিং র‍্যাংকিংয়েও। সাউদাম্পটনে সিরিজের প্রথম টেস্টের পর ক্যারিয়ার সর্বোচ্চ ৮৬২ রেটিং নিয়ে দুই নম্বরে উঠে গেছিলেন হোল্ডার। কিন্তু ম্যানচেস্টার টেস্টের পর ২৮ রেটিং খুইয়ে ৮৩৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে গেছেন তিনি। শীর্ষে যথারীতি অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিনস, দুই নম্বরে নিউজিল্যান্ডের নেইল ওয়াগনার।

শুধু অলরাউন্ডার র‍্যাংকিং নয়, ক্যারিয়ার সেরা তৃতীয় অবস্থানে উঠেছেন ব্যাটিং র‍্যাংকিংয়েও। দুই ইনিংসে ২৫৪ রান করার সুবাদে ছয় ধাপ লাফিয়ে ৮২৭ রেটিং নিয়ে তিন নম্বরে জায়গা করে নিয়েছেন স্টোকস। পেছনে ফেলেছেন মার্নাস লাবুশেন, কেন উইলিয়ামস, ডেভিড ওয়ার্নার, বাবর আজম, চেতেশ্বর পুজারাদের।

স্টোকসময় টেস্টে র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে ডম সিবলি, শামার ব্রুকস, রস্টোন চেজদেরও। প্রথম ইনিংসে ১২০ রানের ইনিংস খেলে ক্যারিয়ার সেরা ৩৫ নম্বরে উঠে এসেছেন ইংলিশ ওপেনার সিবলি। এছাড়া দুই ইনিংসে ৬৮ ও ৬২ রানের ইনিংসের সুবাদে ২৭ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে উঠেছেন ব্রুকস।

বোলিং র‍্যাংকিংয়ে স্টোকসের বড় লাফ ছাড়াও শীর্ষ দশে ফিরেছেন স্টুয়ার্ট ব্রড। ম্যানচেস্টার টেস্টের দুই ইনিংসে ৩টি করে মোট ৬ উইকেট শিকার করেছেন ব্রড। ক্যারিবীয় অফস্পিনার রস্টোন চেজ পাঁচ উইকেট শিকারের কল্যাণে দুই ধাপ এগিয়ে এসেছেন ৩১ নম্বরে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *