অর্থপাচারে জড়িত ২৯ ব্যক্তি-১৪ প্রতিষ্ঠান, তালিকা প্রস্তুত
অর্থপাচারে জড়িত অভিযোগে ১৪ প্রতিষ্ঠান এবং ২৯ ব্যক্তির নামে প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। প্রতিবেদনটি রোববার (৫ ডিসেম্বর) জমা দেওয়া হবে হাইকোর্টে।
হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটির পক্ষ থেকে এ প্রতিবেদন তৈরি করা হয়।
প্রতিবেদনে সেতু করপোরেশন ও ইউনাইটেড গ্রুপসহ ১৪ প্রতিষ্ঠান এবং মুসা বিন শমসের ও আব্দুল আওয়াল মিন্টুসহ ২৯ ব্যক্তির নাম রয়েছে।
জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন দুর্নীতি দম কমিশনের (দুদক) আইনজীবী মো. খুরশিদ আলম খান।
তিনি জানান, প্রতিবেদনটি এফিডেভিট আকারে প্রস্তুত করে হাইকোর্টে জমা দেওয়া হবে।