অভয়নগরে ভৈরব নদে কয়লা বোঝাই কার্গো ডুবি
বিশেষ প্রতিনিধি, অভয়নগর
যশোরের অভয়নগর উপজেলার শিল্প ও বানিজ্য শহর নওয়াপাড়ার ভৈরব নদে সাড়ে চার শত টন কয়লাবোঝাই একটি কার্গো ডুবে গেছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার ভৈরব নদের তামিম ঘাটে এ ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমান ক্ষয়ক্ষতির পরিমান প্রায় অর্ধ কোটি টাকা।
জানা গেছে, আমদানীকারক প্রতিষ্ঠান মেসার্স শেখ ব্রাদার্স সাউথ আফ্রিকা থেকে কয়লা আমদানী করে। আমদানীকৃত কয়লা মোংলা বন্দরের হারবাড়িয়া পয়েন্ট থেকে এমভি মরু দুলাল কার্গোটি প্রায় ৪৫০ টন কয়লা নিয়ে নওয়াপাড়া নৌ-বন্দরের উদ্দেশে রওনা দেয়। শনিবার সকালে উক্ত কার্গোটি নওয়াপাড়ার ভৈরব নদের তামিম ঘাটে নোঙর করে। রোববার সকালে কার্গোর তলদেশ ফেটে গেলে জোয়ারের সময় ওই তলদেশ দিয়ে কার্গোর হ্যাজে ও ইঞ্জিন রুমে পানি ঢুকতে শুরু করে। জোয়ারের পানি বাড়ার সাথে সাথে কার্গোটি ভোর ৬টার সময় নদীগর্ভে ডুবে যায়।
আমদানীকারক প্রতিষ্ঠান মের্সাস শেখ ব্রাদার্সের মার্কেটিং কর্মকর্তা সুকুমারের সাথে যোগাযোগ করা হয়ে তিনি জানান, এমভি মরু দুলাল কার্গোটিতে প্রায় ৪৫০ টন কয়লা ছিল। যার আনুমানিক মুল্য প্রায় ক্ষয়ক্ষতির পরিমান প্রায় অর্ধ কোটি টাকা। কার্গোটি উদ্ধার তৎপরতার কাজ চলছে। এ ব্যপারে অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এমভি মরু দুলাল কার্গো মাস্টার ফশিয়ার রহমান কচি বলেন, তামিম ঘাটে রাতে নোঙর করার পর থেকে কার্গোতে পানি বাড়তে থাকে। এরই এক পর্যায়ে গতকাল সকাল ৬ টার সময় কার্গোটি আমার চোখের সামনে নদীতে ডুবে যায়।