অভয়নগরে ব্যবসায়ীর বাড়িতে বোমা নিক্ষেপ
বিশেষ প্রতিনিধি, অভয়নগর
যশোরের অভয়নগর উপজেলার শিল্প ও বাণিজ্য নওয়াপাড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তরা বোমা নিক্ষেপ করেছে। বুধবার গভীর রাতে নওয়াপাড়া পৌরসভার রানাভাটার সবুজবাগ এলাকায় নওয়াপাড়ার ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স চুয়াডাঙ্গা ট্রেডার্সের স্বত্তাধিকারী মো. শামীম সরদারের বাড়িতে এ বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। বোমা নিক্ষেপে কোন হতাহত না হলেও ব্যবসায়ী মো. শামীম সরদারের পরিবার ও রানাভাটা-সবুজবাগ এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে শামীম সরদার জানান- কে বা কারা বুধবার গভীর রাতে তার বাড়িতে পরপর ২টি বোমার বিস্ফোরণ ঘটায়। বোমা বিস্ফোরণের পর বিকট শব্দ পেয়ে এলাকাবাসী ছুটে আসলে দুর্বৃত্তরা দ্রæত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে অভয়নগর থানা পুলিশের এসআই জয়নুল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসআই জয়নুল জানান- খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করে ককটেল জাতীয় বিস্ফোরকের আলামত সংগ্রহ করা হয়েছে। ব্যবসায়ী শামীম সরদারের লিখিত অভিযোগের পর অভিযুক্তদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।