অভয়নগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন
বিশেষ প্রতিনিধি, অভয়নগর
যশোরের অভয়নগর উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বিকালে স্থানীয় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে ধলিরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে আল-হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়। বিজয়ীদলের তামিম হোসেন ম্যান অব ম্যাচ নির্বাচিত হন। অপর ম্যাচে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জিএস শেখ আবদুল ওহাব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়।
বিজয়ীদলের সুরাইয়া খাতুন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীনুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু ও উপজেলা শিক্ষা অফিসার আবদুল জব্বার সরদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান প্রমুখ।