অভয়নগরে পৃথক সড়ক দুঘর্টনায় তিনজনের মৃত্যু, গুরুতর আহত ১
মল্লিক খলিলুর রহমান, অভয়নগর
যশোরের অভয়নগর উপজেলার যশোর-খুলনা মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী ও ঠিকাদারের একজন কর্মচারী নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকালে উপজেলার নওয়াপাড়া আকিজ জুট মিলের সামনে ও প্রেমবাগে পৃথকভাবে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এরমধ্যে প্রেমবাগ এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন এবং আকিজ জুট মিলের সামনে ট্রাক চাপায় ঠিকাদারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনে কর্মরত কর্মচারী নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকাল ৫টার সময় তিনজন মোটরসাইকেল আরোহী প্রেমবাগ এলাকার বাইপাস সড়ক থেকে যশোর-খুলনা মহাসড়কে উঠে। এসময় খুলনাগামী যাত্রীবাহী রূপসা পরিবহনের (ঢাকা মেট্রো ব- ১৪-৮১৫০) ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওই তিন ব্যক্তি মহাসড়কের ওপর ছিটকে পড়ে। ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী মনিরামপুর উপজেলার আঠারপাকিয়া গ্রামের শরিফুল ইসলাম (২৭) ও একই গ্রামের সুজাত (৩০) নামের এই দুই যুবক নিহত হন। মোটর সাইকেলে থাকা অপর আরোহী জসিম (৩০) গুরুতর আহত হন। আহত জসিমকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
অপরদিকে বুধবার দুপুরে যশোর-খুলনা মহাসড়কের আকিজ জুট মিলের সামনে ঠিকাদারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের কর্মচারী জামাল হোসেনকে (৪৪) যশোরগামী একটি ট্রাক (যশোর-ট-১১-৪৯৫০) সিগন্যাল অভারটেক করে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই জামাল হোসেনের মৃত্যু হয়।
নওয়াপাড়া হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম উভয় সড়ক দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, ঘাতক বাস ও ট্রাকটিকে আটক করা হলেও চালকদের আটক করা যায়নি। সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।