অভয়নগরে পৃথক অভিযানে ৩৩ হাজার ৮শত টাকা জরিমানা
বিশেষ প্রতিনিধি, অভয়নগর
যশোরের অভয়নগর উপজেলার শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ৩৩ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) কেএম রফিকুল ইসলাম পৃথকভাবে এ অভিযান পরিচালনা করেন।
আদালত সূত্র জানায়, শনিবার দুপুরে উপজেলার নওয়াপাড়া বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁন অভিযান পরিচালনা করেন। এসময় সরকারি বিধি লংঘনের দায়ে সাত দোকানীকে ১১ হাজার টাকা জরিমানা করেন।
একই সময় উপজেলার নূরবাগ স্বাধীনতা চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম রফিকুল ইসলাম। এসময় অপ্রয়োজনে মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করায় ২২ জনকে ৯ হাজার ৮০০ টাকা এবং অব্যবস্থাপনার দায়ে নওয়াপাড়া পৌর ট্রাক টার্মিনাল কতৃপক্ষকে ১০ হাজার টাকা ও ডে নাইট হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করেন।