November 26, 2024
আঞ্চলিক

অভয়নগরে ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক নিহত : ১ ঘন্টা ট্রেন বন্ধ

বিশেষ প্রতিনিধি, অভয়নগর

যশোরের অভয়নগর উপজেলার শিল্প ও বানিজ্য শহর নওয়াপাড়ায় ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কায় আনিসুর রহমান ওরফে আনিস গাজী (৪০) নামে একজন ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার সাইফুল সরদার (৩০) আহত হয়েছেন। নিহত আনিসুর রহমান গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার চাপতা গ্রামের তবিবুর রহমান ওরফে তবি গাজীর ছেলে। আহত সাইফুল একই এলাকার রবিউল সরদারের ছেলে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নওয়াপাড়া ভাঙ্গাগেট এলাকায় রেলক্রসিং দিয়ে একটি খালি ট্রাক অতিক্রম করার সময় বেনাপোল থেকে খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চালক ও হেলপার আহত হন। প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে ট্রাক চালক আনিসুর রহমান মারা যান।

নিহতের প্রতিবেশী জাহিদুর রহমান বলেন, সন্ধ্যার দিকে নিহত আনিস গাজীর মরদেহ তার গ্রামের বাড়িতে আনা হয়। আহত সাইফুল খুলনার একটি বেসরকারী ক্লিনিকে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে যশোর রেলওয়ে (জিআরপি) পুলিশের এএসআই রেজাউল করিম জানান, বৃহস্পতিবার সকালে বেনাপোল থেকে ছেড়ে আসে খুলনাগামী বেতনা এক্সপ্রেস নামের ট্রেন। বেলা ১১ টা ১০ মিনিটে ট্রেনটি অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় পৌঁছায়। এসময় (যশোর ট-১১-১৭১১) একটি খালি ট্রাক রেল ক্রসিং পার হচ্ছিল। ট্রাকটি রেল লাইনের মাঝ বরাবর পৌঁছালে ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাকটি উল্টে রেল লাইনের পাশে একটি টিনের ঘরের উপর আছড়ে পড়ে। এ ঘটনায় ট্রাকের চালক  ও হেলপার মারাত্মকভাবে আহত হয় এবং ট্রেনের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হলে প্রায় আধাঘন্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

সেবা অ্যাম্বুলেন্সের চালক আরিফুল ইসলাম জানান, বেলা সাড়ে ১২টার দিকে খুলনা বাইপাস সড়কে থাকা অবস্থায় ট্রাক চালক আনিসুরের মৃত্যু হয়।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মহসীন রেজা বলেন, ঘটনাস্থলের রেল ক্রসিংটি অবৈধ। ওই রেল ক্রসিং অতিক্রমকালে ট্রাকের সাথে ট্রেনের দুর্ঘটনা ঘটে। ট্রেনের সামনের ক্ষতিগ্রস্থ অংশ মেরামতের প্রায় একঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *