December 22, 2024
আঞ্চলিক

অভয়নগরে কয়লা ড্যাম্পিং এর প্রতিবাদে চেঙ্গুটিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

বিশেষ প্রতিনিধি, অভয়নগর

যশোরের  অভয়নগর  উপজেলার শিল্প ও বানিজ্য শহর নওয়াপাড়াসহ বিভিন্ন জনবসতি এলাকায়  অবৈধভাবে কয়লা ড্যাম্পিং  করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে ঘন্টা ব্যাপী নওয়াপাড়ার মহাকাল চেঙ্গুটিয়া এলাকাবাসি ও বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে এ মানববন্ধন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডাঃ মিনারা পারভীন, নওয়াপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর  আঃ গফ্ফার বিশ^াস , প্রধান শিক্ষক ত্রিলোচন কুমার সাহা, শিক্ষক বাবুল আখতার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান এ মজলিস, আ’লীগ নেতা আলী হায়দার, স্বেচ্ছাসেবকলীগ নেতা শফি কামাল, পল্লী বিদুতের এলাকা পরিচালক আবুল হোসেন, বাজার কমিটির সভাপতি, আবু জাফর বিশ^াস প্রমূখ।

বক্তারা বলেন, নওয়াপাড়ার আমদানীকারক কয়লা ব্যবসায়ীরা  ভাঙ্গাগেট, চেঙ্গুটিয়া, বুড়োরদোকান, উড়োতলা, চাঁপাতলা, প্রেমবাগ, নগরঘাট, ঘোপেরঘাট, তালতলা, রাজঘাট, মহাকাল, কজমিল, চলিশিয়া, পায়রা, আমডাঙ্গা, ধোপাদী, লক্ষীপুর, মশরহাটি  আবাসিক এলাকাসহ  আশে পাশের এলাকার পুকুর, ডোবা নালা, কৃষি আবাদি জমি ধ্বংস করে অবৈধভাবে কয়লা ড্যাম্পিং করে আসছে। এতে করে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

এ মানবন্ধন কর্মসূচী থেকে বক্তারা কঠোর হুশিয়ারি উচ্চারন করে বলেন অতিসত্বর এই কয়লা অপসারণ না করলে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ সহ কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে। স্থানীয় সাধারণ মানুষের দাবি অবিলম্বে আবাসিক এলাকার মধ্য থেকে কয়লা ড্যাম্পিং বন্ধ করে দূষণ বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট  সকল কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ গ্রহন করার জন্য জোর দাবি জানান।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *