অভয়নগরে একটি বিদ্যালয়ের নাম পরিবর্তন না করার দাবীতে সংবাদ সম্মেলন
বিশেষ প্রতিনিধি, অভয়নগর
যশোরের অভয়নগর উপজেলার ধুলগ্রাম ‘শেখ রোস্তম আলী মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের’ নাম পরিবর্তন না করার দাবীতে জমিদাতা শেখ আব্দুস সামাদ সংবাদ সম্মেলন করেছেন। গত বৃহস্পতিবার রাতে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মরহুম শেখ রোস্তম আলীর ছেলে বিদ্যালয়ের জমিদাতা শেখ আব্দুস সামাদ। এ সময় তিনি বলেন, আমার পিতা শেখ রোস্তম আলীর মৃত্যুর পর ২০১৬ সালে তাঁর ওয়ারেশ হিসেবে আমাদের পাঁচ ভাইয়ের নামে উপজেলার নাউলী মৌজার আর এস খতিয়ান নং- ৭৯৮, আর এস দাগ নং- ১০৪০, ১০৪২ এর মোট ৪৭ শতক জমির উপর আমাদের মরহুম পিতার নামে ২০১৬ সালেই চার রুম বিশিষ্ট ‘ধুলগ্রাম শেখ রোস্তম আলী মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ এর গোড়াঁপত্তন করা হয়।
সম্প্রতি ২০২০ ইং সালের জানুয়ারি মাসের প্রথম থেকে উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরা বেগম ও তার স্বামী জাফর বিশ্বাস স্থানীয় কিছু কুচক্রী ব্যক্তিদের সাথে নিয়ে বিদ্যালয়ের নাম পরিবর্তন করে আনোয়ারা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করার পায়তারা শুরু করেছেন।
২০১৬ সালে বিদ্যালয় প্রতিষ্ঠার পূর্বে এলাকাবাসী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে বিদ্যালয়ের নাম ‘ধুলগ্রাম শেখ রোস্তম আলী মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ করার শর্তে বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ৪৭ শতক জমিদান করতে আমি ও ওয়ারেশগণ সম্মত হই। ৪৭ শতক জমিতে বিদ্যালয় গঠন হলেও এখনো পাঠদানের অনুমোদন ও এমপিওভুক্তি হয়নি। তবে পাঠদানের অনুমোদন ও এমপিওভুক্তির জন্য যে পরিমাণ জমির প্রয়োজন আমাদের পিতার নামে বিদ্যালয়টির নামকরণ করা হলে সেই পরিমাণ জমি আমি ও আমার ওয়ারেশগণ দান করবো বলে সকল সাংবাদিক ও এলাকাবাসীর নিকট অঙ্গিকারবদ্ধ। ওই ৪৭ শতক জমি এখনও আমি ও আমার ওয়ারেশগণ বিদ্যালয়ের নামে রেজিস্ট্রি করিনি। বিদ্যালয়ের নাম ‘ধুলগ্রাম শেখ রোস্তম আলী মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়” করা না হলে আমরা আমাদের ওই জমি দান করবো না।
সম্প্রতি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরা বেগমের শ্বাশুড়ি ও স্বামী জাফর বিশ্বাসের মাতা আনোয়ারা বেগমের নামে উক্ত বিদ্যালয়ের নাম করণের অপচেষ্টার চলছে। যা আমি ও আমাদের জন্য অত্যান্ত কষ্টকর ব্যাপার। বিদ্যালয়ের নাম পরিবর্তনের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে বৃহস্পতিবার (৯ জানুয়ারী ২০২০ ইং) অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইন খাঁন বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরা বেগম ও তার স্বামী জাফর বিশ্বাস সহ কুচক্রী ব্যক্তিরা উক্ত বিদ্যালয়ে কোন জমি দান না করলেও স্থানীয় প্রভাব কাজে লাগিয়ে বিদ্যালয়ের জমিতে বালু ফেলে ভারাট করে দখলের চেষ্টা করছেন। এ ধরণের কর্মকান্ডে স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফলে জনগণ ও কুচক্রী মহলের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘাত বাধঁতে পারে বলে তিনি আশংকা করেছেন।
তিনি সাংবাদিকদের মাধ্যমে স্থানীয় প্রশাসন, শিক্ষা বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সকলের নিকট আবেদন করেছেন, তিনি ও ওয়ারেশগণ মৃত্যুর পূর্বে বিদ্যালয়টি এমপিওভুক্তি, পাঠদানের জন্য অনুমোদন ও তার পিতার নামে (শেখ রোস্তম আলী মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়) নামকরন দেখে যেতে পারেন সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে চলাকালে উপস্থিত ছিলেন, শেখ আব্দুস সামাদের একমাত্র ছেলে মোনায়েম হোসেন, মোনায়েম হোসেনের খালাতো ভাই শেখ ইসতিয়াক আহমেদ রাজ ও তার মামা মুরাদুল ইসলাম।