December 23, 2024
আঞ্চলিক

অভয়নগরে আওয়ামীলীগনেতা খুন

মল্লিক খলিলুর রহমান, অভয়নগর

যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাসোর আঘাতে আওয়ামলীগনেতা আব্দুস সালাম শেখ(৫০) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বেলা আনুমানিক ১২টায় উপজেলার সিদ্দিপাশার সোনাতলা গ্রামে।

জানাগেছে, উপজেলার ৮নং সিদ্দিপাশা ইউনিয়নের  সোনাতলা গ্রামের হাদি শেখদের সাথে সালাম শেখ এর জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার আনুমারিক ১২ টায় বিরোধপূর্ণ জমির গাছ কাটাকে কেন্দ্রকরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের লাঠি ও হাসোর আঘাতে আওয়ামলীগনেতা আব্দুস সালাম শেখ (৫০) মারাত্মক আহত হয়। আহত অবস্থায় প্রথমে তাকে পাশ্ববর্তী ফুলতলা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বিকালে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আব্দুস সালাম শেখ সিদ্দিপাশা ইউনিয়নের  ৬নং ওয়ার্ড আওয়ামলীগের সাবেক সভাপতি ও মৃত রাঙা শেখের পুত্র।এঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এব্যপারে অভয়নগর থানার ওসি আলমগীর হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *