অভয়নগরের জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড
বিশেষ প্রতিনিধি, অভয়নগর
যশোরের অভয়নগর উপজেলা চেঙ্গুটিয়া এলাকার রোমান জুট মিলস লিমিটেডে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার সময় শটসার্কিটের মাধ্যমে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের দুটি, অভয়নগর ইউনিট থেকে একটি ও মনিরামপুর ফায়ার সার্ভিসের একটি মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
ফায়ার সার্ভিসের যশোর ইউনিটের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেনের নেতৃত্বে আগুন নেভানোর কাজ চলছে। তিনি জানান- মিলের মূল ভবনের পিছনের অংশের পাট ও সূতার গুদামে রক্ষিত পাট ও সূতা পুড়ে ছাই হচ্ছে। কি পরিমাণ ক্ষতি হয়েছে তা আমি বলতে পারছি না।
মিলের জেনারেল ম্যানেজার রবিউল ইসলাম জানান- ৩ থেকে ৪ হাজার মন পাট ও ৪০ টন সূতা আগুনে পুড়ে গেছে। এছাড়া মিলে থাকা স্পনার, ব্রেকার, ড্রয়িং ও পিনারের সিংহভাগ যন্ত্রপাতি পুড়ে গেছে।
মিলের মালিক আলহাজ্ব মোহাম্মাদ আলী কাসারী জানান- অগ্নিকান্ডের ফলে মিলের ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ কোটি টাকা। এ রিপোর্ট লেখা পর্যন্ত মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।