অভিষেকের টুইট ‘টুইস্ট’
ঐশ্বরিয়া রাই বচ্চনের আরেকবার মা হওয়ার জন্য সম্ভবত গোটা ভারতের মানুষ অপেক্ষা করছে। তাই যেকোনও রকমের ঘটনাতেই দ্বিতীয় সন্তানের জন্য অগ্রিম শুভেচ্ছা পেতে থাকেন অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া।
কিন্তু ব্যাপার সেটা নাও হতে পারে। অভিষেক বচ্চন শুধু লিখেছিলেন “সারপ্রাইজ আসছে”, অমনি সবাই মিলে তাকে শুভেচ্ছা দেওয়া শুরু করলেন নতুন সন্তানের জন্য। কেউ কেউ তো আমার ”ছেলে” না “মেয়ে” সেটা নিয়েও লিখছেন।
তবে এই ঘটনা যে প্রথম ঘটলো তা নয়। এর আগেও ঐশ্বরিয়ার একটি ফোলানো পোশাক পরা ছবি পোস্ট করার পর “কয় মাস” চলছে -এটা নিয়ে অনেকে প্রশ্ন করে বসেন।
তবে এসব ক্ষেত্রে নীরবই থাকেন বলিউডের এই জুটি।
কিন্তু কলকাতার একটি স্থানীয় পত্রিকার বদৌলতে জানা গেছে, অভিষেকের নতুন সিনেমা ‘বব বিশ্বাস’য়ের জন্য এই টুইটটি।সুজয় ঘোষের তনয়া অন্নপূর্ণা দিয়া ঘোষ পরিচালিত ‘বব বিশ্বাস’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন অভিষেক।
শুটিং’য়ের জন্য এখন কলকাতাতে তিনি। জানা গিয়েছে, ৪২ দিনের শুটিং শিডিউল রয়েছে তাদের।
আপাতত চরিত্র নিয়ে কাজ করছেন অভিষেক বচ্চন।