অভিশংসন ভোট নিয়ে ট্রাম্পের বিধ্বংসী প্রতিক্রিয়া
নেতিবাচক পথে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাস তৈরি করলেও সিনেটের রিপাবলিকানরা তাকে রক্ষা করবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
বুধবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটদের নেতৃত্বে হওয়া অভিশংসন ভোটের নিন্দা করে ট্রাম্প এসব কথা বলেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিন ডেমোক্রেট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ যখন তার অভিশংসনের পক্ষে ভোট দিচ্ছে, তখন ট্রাম্প মিশিগানে একটি পুনর্নির্বাচনী প্রচারণা সমাবেশে ছিলেন। কয়েক সপ্তাহ আগে এই সমাবেশের সূচী ঠিক করা হয়েছিল, আর প্রতিনিধি পরিষদের ভোটের দিনই সমাবেশটি হয়।
কয়েক হাজার হর্ষোৎফুল্ল সমর্থকের সামনে ভাষণ দেওয়ার জন্য মঞ্চে ওঠার আগে ট্রাম্প প্রতিনিধি পরিষদে ভোট শুরু হওয়ার জন্য অপেক্ষা করেন। ভোট শুরু হওয়ার পর তিনি মঞ্চে উঠেন। এতে নাটকীয়ভাবে টেলিভিশনের স্ক্রিন ভাগ করে একদিকে প্রতিনিধি পরিষদের ভোট ও অন্যদিকে ট্রাম্পের ভাষণ দেখানো শুরু হয়।
প্রতিনিধি পরিষদ যখন তাকে অভিশংসন করার পক্ষে ভোট দেয় তখনই সমাবেশে উপস্থিত আনন্দোচ্ছল সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, “এই স্বেচ্ছাচারী, দলীয় আনুগত্যের অভিশংসন ডেমোক্রেটিক পার্টির জন্য রাজনৈতিকভাবে আত্মহত্যার মিছিল।”
মিশিগানের ব্যাটল ক্রিকে প্রচারণা সমাবেশে ভাষণ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ও ডেমোক্রেটরা নিজেদের ‘চিরন্তন লজ্জার মধ্যে ফেলেছেন’ এবং আগামী বছর কোটি কোটি জনতা প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটদের নিয়ন্ত্রণ উল্টে দেবে ও ‘পেলোসির বিরুদ্ধে ভোট দিয়ে তাকে দপ্তর ছাড়া করবে’ বলে মন্তব্য করেছে ট্রাম্প।“তাদেরই অভিশংসন করা দরকার, তাদের প্রত্যেকের,” বলেন তিনি।
অভিশংসন নিয়ে প্রতিক্রিয়া জানানোর জন্য এই সমাবেশেটি ট্রাম্পের জন্য সুবিধাজনক স্থান ছিল এবং তার বাগাড়ম্বর দ্রুত প্রচারের জন্য এটি উপযুক্ত স্থান ছিল বলে মন্তব্য রয়টার্সের।
অভিশংসন সমাবেশে উপস্থিত তার সমর্থকদের ওপর কোনো ধরনের প্রভাব ফেলেছে, এমন কোনো লক্ষণও দেখা যায়নি বলেও জানিয়েছে রয়টার্স। প্রাণোচ্ছল সমর্থকরা প্রবল আগ্রহ নিয়ে শ্লোগান দিচ্ছিল, ‘আরও চার বছর!”
অভিশংসনের ভোটটি পার্টি লাইন অনুসরণ করে হলেও এটি ইমেজ সচেতন ট্রাম্পের ওপর ছায়া ফেলবে বলেই ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের মোট ৪৫ জন প্রেসিডেন্টের মধ্যে মাত্র চার জনের একজন হয়ে উঠলেন, যাদের অভিশংসনের মাধ্যমে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করা হয়েছে। এই চার জনের মধ্যে একমাত্র রিচার্ড নিক্সন প্রতিনিধি পরিষদের অভিশংসন ভোটের আগেই পদত্যাগ করেছিলেন।
রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট বিচারে তাকে দোষী সাব্যস্ত করবে না বলে ট্রাম্পকে আশ্বস্ত করেছেন সিনেটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাককনেল। সিনেটে উঠলেই অভিশংসন প্রক্রিয়াটির ‘মৃত্যু’ হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ এই মিত্র।