December 26, 2024
জাতীয়বিনোদন জগৎ

অভিনেত্রী অহনাকে হত্যাচেষ্টার দায় স্বীকার

দক্ষিণাঞ্চল ডেস্ক
অভিনেত্রী অহনাকে সড়কে আহত করার ঘটনায় ট্রাকচালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সহকারী রুমন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার স্বীকারোক্তিতে অহনাকে হত্যাচেষ্টার বিষয়টি স্পষ্ট হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন জানান, ট্রাকচালকের সহকারী রুমনকে গ্রেপ্তারের পর আদালতে পাঠালে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে ট্রাকচালক সুমন মিয়াকেও আটক করা হয়। তাকে আজ আদালতে পাঠানো হবে।
গত বুধবার ভোররাতে পুরান ঢাকা থেকে শুটিং শেষে অহনা তার ব্যক্তিগত গাড়ি চালিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় তার সঙ্গে খালাতো বোন লিজা ইয়াসমিন ছিলেন। তারা দুজন উত্তরার ৭ নম্বর সেক্টরের ৭ নম্বর সড়কের সেতুর কাছে পৌঁছালে পাথরবোঝাই একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে অহনার গাড়িকে ধাক্কা দেয়। এ সময় অহনা গাড়ি থেকে নেমে ট্রাকচালককে নামতে বলেন। তখন চালক অহনার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।
এক পর্যায়ে অহনা ট্রাকচালকের পাশের দরজায় উঠে যান। ট্রাকচালক ও তার সহকারী দ্রুত ট্রাক নিয়ে পালাতে গিয়ে অহনার গাড়িকে আবারও ধাক্কা দিয়ে তাকে নিয়েই ট্রাকটি ১২ নম্বর সেক্টরের দিকে যেতে থাকে। এ সময় অহনার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ট্রাকচালক জোরে ব্রেক করলে অহনা ছিটকে রাস্তায় পড়ে আহত হন। চালক ও সহকারী ট্রাকটি সড়কের উপর রেখেই পালিয়ে যান। এই ঘটনায় অহনার খালাতো বোন লিজা ইয়াসমিন বোন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।
এ ঘটনায় গতকাল সকালে আশুলিয়ার খেজুরবাগান এলাকা থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে প্রথমে ট্রাকের সহকারী রুমনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যমতে গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে চালক সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *