অভিনেতা সালেহ আহমেদকে ২৫ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী
দক্ষিণাঞ্চল ডেস্ক
গুণী অভিনেতা সালেহ আহমেদের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন ধরেই এই অভিনেতা অসুস্থ। অর্থ সংকটে অবহেলায় দিনযাপন করছেন তিনি। স¤প্রতি অভিনয় শিল্পী সংঘ উদ্যোগ নেয় সালেহ আহমেদের জন্য। এই অভিনেতার পাশে দাঁড়ালেন শিল্পীবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সালেহ আহমেদের চিকিৎসার জন্য ২৫ লাখ টাকার অনুদান প্রদান করেন তিনি।
শুক্রবার সালেহ আহমেদের পরিবার ও অভিনয় শিল্পী সংঘের কার্যনির্বাহী পরিষদের হাতে এই অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।