অভাবের তাড়নায় ইজিবাইক চালকের আত্মহত্যা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
দৌলতপুর থানাধীন মহেশ্বর পাশায় অভাবের তাড়নায় ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে গতকাল সোমবার সকাল ৭টায় কালভেড়ী চার্জের আওতাধিন শান্তিনগরের স্বপন মন্ডলের পুত্র ম্যানুয়েল মন্ডল (৩০) আত্মহত্যা করেছে।
দৌলতপুর থানার এএসআই গাজী ফেরদাউস জানান ম্যানুয়েল পরের ইজিবাইক ভাড়ায় চালাতেন, প্রায়ই সংসারে অভাব অনাটন লেগেই থাকতো, মুলত অভাবের তাড়নায় আত্মহত্যা করেছে। খবর পেয়ে কেসিসি ১নং ওয়ার্ড কমিমনার শেখ আব্দুর রাজ্জাক ঘটনা স্থলে গিয়ে তার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।