January 23, 2025
আঞ্চলিক

অবৈধ করাত কলের বিরুদ্ধে বনবিভাগের অভিযান

ফুলবাড়ীগেট প্রতিনিধি

সামাজিক বনবিভাগের উদ্যোগে অবৈধ করাত কলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রুপসা উপজেলার আইচগাতি সেনের বাজার এলাকার বশির স’মিলকে লাইসেন্স বিধিমালা ২০১২ এর ধারামতে করাত কলের লাইসেন্স না থাকার কারনে ২৯ জনুয়ারি বেলা ৩টায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড অনাদায়ে ৩ দিনের জেল ও আগামী ১০ দিনের মধ্যে লাইসেন্স করার নির্দেশ প্রদান করেন।

অভিযানের খবর ছড়িয়ে পড়লে সেনের বাজার, আইচগাতি, শ্রীফলতলা, পালেরহাট ও আলাইপুর এলাকার বিভিন্ন স’মিলের মালিকরা তাদের প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যায়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রুপসা উপজেলা এসিল্যান্ড সুম্মিতা সাহা সামাজিক বনবিভাগ ফুলতলা রেঞ্জের অফিসার মোঃ এনামুল হকের নির্দেশক্রমে এ সময় উপস্থিত ছিলেন রুপসা উপজেলা বন কর্মকর্তা এইচ এম মুজিবুর রহমান

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *