অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের জরিমানা
দ. প্রতিবেদক
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এর নির্দেশে রবিবার খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বটিয়াঘাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুজ্জামান।
মোবাইল কোর্ট পরিচালনাকালে আমতলী নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করতে দেখেন কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট। অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর বিধান মোতাবেক বালি উত্তোলনকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিমাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন বটিয়াঘাটা থানা পুলিশ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ