অবৈধভাবে কাশ্মীরের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে ভারত
খুলনায় ইসলামী আন্দোলনের সমাবেশে আব্দুল আউয়াল
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল আউয়াল বলেছেন, ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন বৃটিশ সরকার নিয়ম করে দিয়েছিল কাশ্মীর একটি স্বাতন্ত্র দেশ, এখানকার জনগণ সর্বদিক থেকে স্বাধীন। এমনকি এখানে কেউ জমিজমা ক্রয়, বহিরাগতরা নাগরিকত্বও নিতে পারবে না। কিন্তু মোদি সরকার ৩৭০ ধারা পরিবর্তন করে নতুন করে সঙ্কট সৃষ্টি করেছে।
তিনি বলেন, কিন্তু ভারতের সংবিধানের ২-এর ক-খ ধারায় উল্লেখ আছে, কোন দেশকে কেন্দ্রীয় সরকারের অধীনে নিতে হলে প্রেসিডেন্ট অর্ডিনেন্স জারি করবে, এবং কাশ্মীরের জনগণের মতামত নিবে। কিন্তু এখানে তা করা হয়নি। সম্পূর্ণ অবৈধভাবে তাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভারতের বিজেপি সরকার কর্তৃক সংবিধান পরিবর্তন করে কাশ্মীরীদের ন্যায্য অধিকার কেড়ে নেয়ার প্রতিবাদে খুলনা নিউমার্কেট বায়তুন নুর কমপ্লেক্স চত্ত¡রে অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খুলনা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মুজাফ্ফার হোসাইনের সভাপতিত্বে এবং নগর সেক্রেটারী শেখ মুহাঃ নাসির উদ্দিন, জেলা সেক্রেটারী মুহাঃ আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভপূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের শেখ হাসান ওবায়দুল করিম, মাওঃ রেজাউল করিম, শেখ জামিল আহমদ, আলহাজ্ব মাওঃ দ্বীন ইসলাম, মাওঃ মজিবুর রহমান, জিএম সজীব মোল্লা, মোল্লা রবিউল ইসলাম তুষার, মাওঃ আসাদুল্লাহ হামিদি, মাওঃ আশরাফুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম কাবির, আব্দুর রশীদ, মাওঃ হারুন অর রশিদ, মোঃ ওলিয়ার রহমান, মোঃ শরিফুল ইসলাম, মাওঃ আব্দুস সত্তার, মোঃ মাসুম বিল্লাহ, মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব মোমিনুল ইসলাম, মোঃ হুমায়ন কবির, ক্বারী মোঃ বাবর আলী, মুফতী ইসহাক ফরীদি, মাওলানা হাফিজুর রহমান, মাওঃ আব্দুল্লাহ আল মাহমুদ ফয়সাল, আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব আব্দুস ছালাম, ডাঃ মাওঃ নাসির উদ্দিন, মাওঃ হাফিজুর রহমান, হাফেজ মোস্তাফিজুর রহমান, মুফতি বোরহান উদ্দিন, মাওঃ আবু সাঈদ, মোঃ ইব্রাহিম হাওলাদার, আলহাজ্ব শহিদুল ইসলাম বিশ্বাস, মোঃ জাহিদুল ইসলাম, জিএম নওশের আলী, আলহাজ্ব রফিকুল ইসলাম, মাওঃ আবুল কালাম আজাদ, ডাঃ শহিদুল্লাহ, মোঃ জাহিদুৱ রহমান, মুফতি বেলাল হোসেন, আলহাজ মাওলানা ইমরান হুসাইন, মুফতী মাহবুবুর রহমান, মাওঃ সিরাজুল ইসলাম, শ্রমিক নেতা আলহাজ্ব জাহিদুল ইসলাম, এস এম আবুল কালাম আজাদ, গাজী মুরাদ হোসেন, মুফতী হেলাল উদ্দিন, যুব নেতা মুহাঃ ইসমাইল হোসেন, মাওঃ তাওহীদুল ইসলাম মামুন, মোঃ ইমরান হোসেন মিয়া, মোঃ হুমায়ুন কবীর, এইচ এম জুনায়েদ মাহমুদ, ছাত্র নেতা কেন্দ্রীয় মুহাঃ আমিরুল ইসলাম, মুহাঃ সাইফুল ইসলাম, এসকে নাজমুল হোসেন, মুহাঃ আব্দুল্লাহ আল নোমান, এইচ এম খালিদ সাইফুল্লাহ, আব্দুস ছালাম জায়েফ, মুহাঃ নাজমুস সাকিব প্রমুখ।
পরে একটি বিশাল মিছিল শিববাড়ী, পাওয়ার হাউজ হাউস, ডাকবাংলা, পিকচার প্যালেস, থানার মোড়, হাদীস পার্ক হয়ে ফেরীঘাট মোড়ে এসে সমাপ্ত করা হয় এবং জুম্মা বাদ নগরীর মসজিদগুলোতে দোয়া অনুষ্ঠিত হয়।