অবিলম্বে সংসদ বাতিল ও সরকারের পদত্যাগ দাবি বামজোট’র
খবর বিজ্ঞপ্তি
ভোট ডাকাতির নির্বাচনের এক বছর পূর্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট, খুলনা জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার বিকেল ৪টায় কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগরীতে পিকচার প্যালেস মোড় থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পিকচার প্যালেস মোড়ে সমাবেশে মিলিত হয়।
বাম গণতান্ত্রিক জোট ও বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টুর সভাপতিত্বে ও সিপিবি খুলনা মহানগর সাধারণ সম্পাদক এড. বাবুল হাওলাদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, সাধারণ সম্পাদক এড. রুহুল আমিন, মোস্তফা খালিদ খসরু, সিপিবি মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, শেখ আব্দুল হান্নান, কাজী দেলোয়ার হোসেন, আনিসুর রহমান মিঠু, আব্দুল করিম, কোহিনুর আক্তার কণা, এড. নিত্যানন্দ ঢালী, এস এম চন্দন, রঙ্গলাল মৃধা, কামাল হোসেন, উত্তম রায়, নিক্কন দাশ, তুলসি রায়, আব্দুস সালাম, আল আমিন প্রমুখ।
সমাবেশে বক্তারা অনতিবিলম্বে ভোট ডাকাতির সংসদ বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকী সরকারের অধীনে গণতান্ত্রিক পরিবেশে পুনরায় জাতীয় নির্বাচন দিতে হবে। এই দাবি আদায়ে বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার লক্ষ্যে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলতে হবে। নেতৃবৃন্দ ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিলে পুলিশী হামলার নিন্দা জানান এবং দায়ী পুলিশ সদস্যদের অবিলম্বে বিচার দাবি করেন।