অবহেলিত এ অঞ্চল এবার ঢেলে সাজাতে হবে : পঞ্চানন বিশ্বাস
বটিয়াঘাটা প্রতিনিধি
জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ, আ’লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও জেলার সহ-সভাপতি পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, দাকোপ-বটিয়াঘাটার মানুষকে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালবাসেন বিধায় এতদ অঞ্চলের মানুষকে সম্মান দেখিয়ে একটি পতাকা ও আমার মাধ্যমে গুরুদায়িত্ব অর্পন করেছেন। অবহেলিত এ অঞ্চল এবার ঢেলে সাজাতে হবে। সেজন্য সকলকে একযোগে কাজ করতে হবে।
তিনি গতকাল শনিবার বিকাল ৪টায় স্থানীয় বাজার প্রাঙ্গনে স্থানীয় বাজার ও বাজার সংলগ্ন এলাকাবাসী এবং ব্যবসায়ীদের দেওয়া এক গণসংম্বর্ধ্বনা অনুষ্ঠানের জবাবে একথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীন চিকিৎসক ডাঃ তারিনী কান্ত মন্ডল, অবঃ সহকারী পুলিশ সুপার নিখিল চন্দ্র মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ধীমান মন্ডল, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক পলাশ রায়, দপ্তর সম্পাদক ভাইস চেয়ারম্যান প্রার্থী চয়ন বিশ্বাস, বাজার কমিটির সাধারণ সম্পাদক রঞ্জন মিস্ত্রী, এড. সঞ্জয় পাল, খুলনা বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার চন্দনা বিশ্বাস ও মোঃ আজিজুর রহমান, সহকারী শিক্ষক ত্রিবেনী মন্ডল, ব্যাংক কর্মকর্তা চিত্রা মন্ডল, ডাঃ প্রবীর বিশ্বাস, সাংবাদিক পরিতোষ রায়, ব্যবসায়ী সমীর রায়, ব্যবসায়ী দেবপ্রসাদ গোলদার, ব্যবসায়ী দুলাল বালা, ইউপি সদস্য রমা মন্ডল, সাবেক ইউপি সদস্য খোকন মল্লিক, ব্যবসায়ী বিজন কল, ব্যবসায়ী সুখদেব সাহা, ব্যবসায়ী কার্তিক রায়, ব্যবসায়ী সাধন ঘোষ, ব্যবসায়ী লিটন ঘোষ, ব্যবসায়ী নিখীল মন্ডল, ব্যবসায়ী রঞ্জন মন্ডল, ব্যবসায়ী ফরহাদ হোসেন, ব্যবসায়ী ফোরকান হোসেন, ব্যবসায়ী সাইফুল ইসলাম পাটোয়ারী, ব্যবসায়ী গণেশ মন্ডল, ব্যবসায়ী দুলাল দাশ সহ সকল ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।