December 22, 2024
খেলাধুলা

অবসরের পর অভিনয়ে মন দেবেন রোনালদো

তর্ক সাপেক্ষ বর্তমান ফুটবলের সবচেয়ে বড় তারকাদের একজন তিনি। কেউ তাকে মহাতারকার মানেও নিয়ে যেতে চান। বিশ্বব্যাপী তার কোটি ভক্ত। তিনি ক্রিস্টিয়ানো রোনালদো। অসাধারণ ফুটল শৈলী দিয়ে সমর্থকদের প্রাণ জুড়িয়েছেন বহুবার। আর ভবিষ্যতে তাকে ভক্তরা অভিনয়েও দেখতে পারেন। তেমনটাই জানিয়ে রাখলেন জুভেন্টাস তারকা।

পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক রোনালদো এক সাক্ষাৎকারে জানান, বুট জোড়া তুলে রাখার পর পোড়াশোনা ও অভিনয়ে মন দেবেন। ইতোমধ্যে তিনি বেশ কয়েকটি বিজ্ঞাপনের মডেল ও ফটোশুটে অংশ নিয়েছেন।

যদিও এখনই অবসর নিয়ে ভাবছেন না পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। তিনি জানান, ঠিক সময়ই এই সিদ্ধান্ত নেবেন। আর হলিউডের সিনেমার প্রতি আগে থেকেই আগ্রহ থাকা এই তারকা অভিনয় নিয়ে ভবিষ্যতে পাড়ি দিতে চান অন্য দুনিয়ায়।

দুবাই স্পোর্টস কনফারেন্সে রোনালদো বলেন, ‘আমি যখন ফুটবল ছেড়ে দেব, তখন আবার পড়াশোনা শুরু করতে চাই। আমি পড়াশোনার দিকে অনেক বেশি মনোনিবেশ করতে চাই, আরও শিখতে চাই। কারণ দুর্ভাগ্যক্রমে আমি যে পড়াশোনা করেছি তা আমার মনে থাকা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে না।’

তিনি আরও বলেন, ‘এই ব্যাপারটি আমাকে মুগ্ধ করে, আমি সিনেমায় অভিনয়ের চেষ্টা করতে চাই।’

নিজের ফুটবল পারফরম্যান্স সম্পর্কে রোনালদো যোগ করেন, ‘আমার জীবনে কখনো খারাপ মৌসুম যায়নি। আমি সবসময় চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত। আমি সবসময় জয়ের ইচ্ছে নিয়েই খেলি। যখন আমার শরীর মাঠে আর সায় দেবে না, তখনই আমি খেলা ছেড়ে দেব।’

৩৪ বছর বয়সী সিআর সেভেন খ্যাত এই তারকা আরও বলেন, ‘অনেক বছর আগে বলা হতো অবসরের জন্য সঠিক সময় ৩০ কি ৩২। তবে এখন খেলোয়াড়রা ৪০ বছর পর্যন্ত খেলে।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *