November 25, 2024
জাতীয়লেটেস্ট

অবসরের পরও বেনজীরের নিরাপত্তায় থাকবে অস্ত্রধারী পুলিশ

অবসরের পরও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নিরাপত্তায় দুজন অস্ত্রধারী পুলিশ সদস্য থাকবেন। পাশাপাশি তার বাড়ির নিরাপত্তায় সার্বক্ষণিক হাউজগার্ড মোতায়েন থাকবে।

আগামীকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) থেকে অবসরে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বুধবার (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আইজিপি ড. বেনজীর আহমদের অবসর প্রস্তুতিজনিত ছুটিকালে তার নিরাপত্তা প্রদানের লক্ষ্যে গাড়িসহ ১/৬ ফর্মেশনে সাদা পোশাকে এস্কর্ট, অস্ত্রসহ ইউনিফর্মধারী দুজন সার্বক্ষণিক দেহরক্ষী থাকবে। পাশাপাশি (বাড়ির নিরাপত্তায়) ১/৩ ফর্মেশনে হাউজগার্ড সার্বক্ষণিকভাবে মোতায়েন থাকবে।

আইজিপি বেনজীর আহমেদ অবসর নেওয়ায় তার স্থলাভিষিক্ত হবেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বর্তমান মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *