অবশেষে বাস্তবায়িত হচ্ছে খুলনার ভৈরব সেতু
দ: প্রতিবেদক
দিঘলিয়া (রেলিগেট)-আড়–য়া-গাজীরহাট-তেরখাদা সড়কের (জেড ৭০৪০) ১ম কিলোমিটারে ভৈরব নদীর উপর ভৈরব সেতু নির্মাণের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌছেছে। এটি নির্মাণের জন্য আব্দুস সালাম মূর্শেদী এমপি উপ-নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর জাতীয় সংসদে ১ম বক্তৃতায় বিভাগীয় শহর খুলনা শহরের সাথে তার নির্বাচনী এলাকার সরাসরি যোগাযোগের জন্যে ভৈরব সেতু নির্মাণের দাবি উত্থাপন করেন এবং পরবর্তীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর মহান জাতীয় সংসদে আবারও দাবি উত্থাপন করেন। এ বিষয়ে সালাম মূর্শেদী এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং পরিকলপনা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে যোগাযোগ করে সেতু নির্মাণ অত্যাবশ্যক বলে দাবি করেন।
সূত্র জানায়, গত ০৪/০৮/২০১৯ইং তারিখে উক্ত প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি) এর সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রকল্পের কিছু সংশোধনীর প্রস্তাব করা হয়। এরই প্রেক্ষিতে খুলনা সওজ এবং নির্বাহী প্রকৌশলী সংশোধীত উচচটি গত ২৭/১০/২০১৯ইং তারিখে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে প্রেরণ করেন। দীর্ঘ যাচাই বাছইি এর পর পরিকল্পনা মন্ত্রীর সম্মতিতে আগামী ১৭/১২/২০১৯ইং তারিখের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেকে) সভায় তালিকা ভুক্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে উক্ত প্রকল্পটি পাশ হবে। সেতুটির মোট দৈর্ঘ্য-১৩১৬.৯৬ মিটার। এতে মোট খরচ ধরা হয়েছে-৭৩৭.৩৯ কোটি টাকা (জিওবি) এবং প্রকল্পের মেয়াদ-জানুয়ারি ২০২০-ডিসেম্বর ২০২২।