November 24, 2024
খেলাধুলা

অবশেষে জয়ের দেখাও পেলো স্পেন

চলতি উয়েফা নেশন্স লিগে যেনো জিততে ভুলে গিয়েছিল স্পেন। প্রথম ম্যাচে পর্তুগালের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর চেক প্রজাতন্ত্রের বিপক্ষে তাদের স্কোরলাইন ছিল ২-২! তবে তৃতীয় ম্যাচে গিয়ে আর ভুল করেনি লুইস এনরিকের শিষ্যরা।

বৃহস্পতিবার রাতে সুইজারল্যান্ডের মাঠে খেলতে গিয়ে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে স্পেন। দলকে জেতানো একমাত্র গোলটি করেছেন পাওলো সারাভিয়া। এ জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে গেছে লা রোজারা।

জেনেভার স্টেডিয়ামে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে স্প্যানিশরা। ম্যাচের দুই তৃতীয়াংশ সময় বলের দখল ছিল তাদেরই নিয়ন্ত্রণে। গোলের জন্য সাতটি শট নিয়ে তিনটি লক্ষ্য বরাবর রাখতে পেরেছেন সারাবিয়া, আলভারো মোরাতা, ফেররান তোরেসরা।

ম্যাচের প্রথমার্ধে ১৩ মিনিটের সময় মার্কোস লরেন্তের পাসে কাছ থেকে শটে বল জালে পাঠান মিডফিল্ডার সারাবিয়া। প্রথমে অফসাইড নিয়ে খানিক সংশয় দেখা দিলেও ভিএআর দেখে সেটিকে গোল হিসেবেই বাঁশি বাজান রেফারি। এই এক গোলেই ম্যাচ জিতে নিয়েছে স্পেন।

এই জয়ের পর এ লিগের দুই নম্বর গ্রুপে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে স্পেন। তিন ম্যাচের সব হেরে তলানিতে সুইজারল্যান্ড। শীর্ষে থাকা পর্তুগালের সংগ্রহ তিন ম্যাচে ৭ পয়েন্ট।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *