December 22, 2024
আঞ্চলিক

অবশেষে এমপির নির্দেশে মালঞ্চর জায়গা বুঝে দিয়েছে উপজেলা প্রশাসন!

কপিলমুনি প্রতিনিধি

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এমপির নির্দেশে অসহায় মালঞ্চ বিবির জায়গা বুঝে দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের সহযোগীতায় স্থানীয় নায়েব জাকির হোসেন সরেজমিনে গিয়ে কপিলমুনি বাজার সংলগ্ন কাঠগোলা বাইপাস সড়কের পাশে সরকারী খাস জমিতে ঘর নির্মান পূর্বক জায়গা বুঝে দেন। আর বহু ঘাতপ্রতিঘাত চড়াই উৎরাই মধ্যে দিয়ে নিজের জায়গা বুঝে পেয়ে স্থানীয় এমপিসহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মালঞ্চ বিবি। জায়গা বুঝে পেয়ে বুধবার বিকালে সেখানে নিজ হাতে ঘর নির্মাণ কাজ শুরু করেছেন তিনি।

প্রসঙ্গত, খুলনা জেলা পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী ও সুনামধন্য রায় সাহেব বিনোদ বিহারী সাধু প্রতিষ্ঠিত কপিলমুনি বাজার অংশে কপোতাক্ষ নদী ভরাটের ফলে জেগে উঠা চরভরাটি জায়গা মালঞ্চ বিবি একসনা ডিসি আর প্রাপ্ত হইয়া বিনোদ বিহারী সাধুর ভ্রাতুষ্পুত্রদের অনুক‚লে থাকা সম্পত্তি ২০১৮ সালের ১১ মার্চ  সকালে মালঞ্চ বিবি কর্তৃক সেখানে ঘর বাধার প্রক্রিয়ায় গেলে বাধে-বিপত্তি¡। ঘটনায় ২২ মার্চ পাইকগাছা ম্যাজিস্ট্রেট আদালতে মালঞ্চ বিবি বাদী হয়ে বসত বাড়ী ভাংচুর, মারপিট ও উচ্ছেদের বিবরণ দিয়ে একটি মিস মামলা দাখিল করেন। যার নং-৪/২০১৮। মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে পাইকগাছা থানাকে এফআইআর মামলার নির্দেশ দেন। এরপর একই সালের ২৮ মার্চ পাইকগাছা থানায় দন্ড বিধি ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৩৮০/৩৫৪/৫০৬(২)/১১৪ ধারায় একটি মামলা রেকর্ড হয়। যার নং-২৫। এরপর পুনরায় আবারো মালঞ্চ তার বন্দোবস্তকৃত জমি বুঝে পাওয়ার জন্য ৫ মে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদন করলে ইউএনও ৬ মে আইনগত ব্যবস্থা গ্রহনে কপিলমুনি ভূমি অফিসের ইউএলও ও স্থানীয় কপিলমুনি ফাঁড়ি পুলিশকে নির্দেশ দেন। যার আবেদন নং-২৯৪। এর প্রেক্ষিতে ১৪ মে সকালে স্থানীয় প্রশাসনের সহযোগীতায় মালঞ্চ লোকজন নিয়ে রায় সাহেবের ভ্রাতুস্পুত্রদের দখলে থাকা খাস জমিতে ফের বসত ঘর নির্মাণ করতে গেলে পুনরায় বাঁধার সম্মুখিন হন। তখন উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমতাবস্থায় পাইকগাছা সফর কালীণ খুলনা-৬ এর সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। থমকে যায় দখল প্রক্রিয়া। উভয় পক্ষকে ঘটনাটি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনে আশ্বস্থ করেন। এরপর দীর্ঘ কয়েক মাস পার হলেও অবশেষে এমপির নির্দেশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ‚মি সংশ্লিষ্ট কর্মকর্তারা গত বুধবার (২৭ নভেম্বর) বিকালে কপিলমুনির কপোতাক্ষ বাইপাস সড়কের পাশে প্রায় হাফ শতক জমি বুঝে দিয়েছেন। জমি পেয়ে তাৎক্ষণিক মালঞ্চ বিবি সেখানে ঘর নির্মাণের কাজ শুরু করেছেন। তবে দীর্ঘ প্রতিক্ষার পর হলেও নিজের মাথা গোঁজার ঠাঁই পেয়ে সে এমপি মহাদয়সহ উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ ব্যাপারে কপিলমুনি ভূমি অফিসের তহশীলদার মোঃ জাকির হোসেন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিশনার (ভ‚মি) নির্দেশে মালঞ্চ বিবির ডিসি আর প্রাপ্ত সম্পত্তি বুঝে দেওয়া হয়েছে। এসময় সেখানে আমিসহ উপজেলা ভ‚মি জরিপ কর্মকর্তা সাকিরুল ইসলাম, স্থানীয় ফাঁড়ি পুলিশ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *