অপরাধ দমনে প্রশাসনের অভিযান যেন আইওয়াশ না হয় : সিপিবি
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), খুলনা মহানগর কমিটির এক সভা গতকাল বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পার্টির মহানগর সভাপতি এইচ এম শাহাদৎ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেনÑমহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, মহানগর সিপিবি নেতা এড. নিত্যানন্দ ঢালী, নিতাই পাল, রুস্তম আলী হাওলাদার, দীন মোহাম্মদ, তোফাজ্জেল হোসেন, ফজলুল হক, নীরজ রায়, ফরহাদ হোসেন লিটন, মোস্তাফিজুর রহমান রাসেল, ওয়াহিদুর রেজা বিপলু, সাইদুর রহমানবাবু প্রমৃখ।
নেতৃবৃন্দ বলেন, এ অভিযান যেন নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ না থাকে বা আইওয়াশ না হয়। এটি যেন সারা দেশে অব্যাহত থাকে। অন্যথায় প্রকৃত অর্থে সন্ত্রাসী-চাঁদাবাজ-লুটপাটমুক্ত দেশ সম্ভব নয়।